ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্ট লন্ডন এয়ারপোর্টে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ইস্ট লন্ডন এয়ারপোর্টে প্লেন বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপে প্রদেশের ইস্ট লন্ডন এয়ারপোর্টে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ আরোহী গুরুতর আহত হয়েছেন।

তবে, কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইস্টার্ন ক্যাপে প্রদেশের স্বাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র সিজওয়ে কুপেলো জানান, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে ছুটে গেছেন প্রদেশের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা। দুর্ঘটনায় তিন শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তবে, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি প্রাদেশিক সরকারের মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।