ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাশিয়া মার্কিন নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
‘রাশিয়া মার্কিন নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি’

ঢাকা: রাশিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন বিমান বাহিনীর সেক্রেটারি দেবোরা জেমস।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি তার সরকারের প্রতি ইউরোপে ন্যাটো বাহিনীর পাশাপাশি মার্কিন সেনা উপস্থিতি আরও বাড়ানোর আহ্বান জানান।

জেমস বলেন, রাশিয়ার ঝামেলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন সবসময়ই সমুচিত জবাব দিয়ে এসেছে। ইউরোপে আমাদের সেনা উপস্থিত আগের চেয়ে বাড়ানো হচ্ছে।

তবে এখন যে সংখ্যক সেনা সেখানে আছে, তা পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, সেনা উপস্থিত আরও বাড়াতে হবে। বিশেষ করে এফ-১৬ ফাইটার স্কোয়াড্রন সেনাদের বিপুল উপস্থিত সেখানে জরুরি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।