ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা ও রকেট হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
সিরিয়ায় বোমা ও রকেট হামলায় নিহত ১৯ সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ব্যারেল বোমা ও রকেট হামলায় নারী-শিশুসহ অন্তত ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

বুধবার (০৮ জুন) স্থানীয় সময় রাতে সিরিয়ার আলেপ্পোতে এ হামলাগুলো হয় বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেন, নিহতদের মধ্যে চারজন শিশু ও এক গর্ভবতী নারী রয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ব্যারেল বোমাগুলো সরকারি বাহিনীর বিমান থেকে ফেলা হয়েছে। আর রকেট হামলা চালিয়েছে বিদ্রোহী সংগঠনগুলো।

জাতিসংঘের হিসাবে, ২০১১ সালের মার্চে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত সিরিয়ায় অন্তত দুই লাখ বিশ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। সেই সঙ্গে প্রতিবেশি রাষ্ট্রগুলোর উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে চল্লিশ লাখেরও বেশি সিরীয়। আর দেশের অভ্যন্তরে এক এলাকা থেকে অন্য এলাকায় পাড়ি জমাতে বাধ্য হয়েছে ৭৬ লাখের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।