ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’ ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘চ্যান-হম’। ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত ২৩ জন আহত হওয়ার খবর জানা গেছে।



শুক্রবার (১০ জুলাই) দেশটির ওকিনাওয়া দ্বীপ ও মিয়াকোয় ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ওকিনাওয়া ও মিয়াকোয় আঘাতের পর ঝড়টি এখন তাইওয়ানের দিকে ধাবিত হচ্ছে। পথিমধ্যে দূর্বল হয়ে না পড়লে এটি চীনেও আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় ‘হ্যান-হম’কে আবহাওয়াবিদরা ‘সুপার টাইফুন’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানে আঘাতের পর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার।

তাইওয়ানে অগ্রসরের সময় ঝড়টি আরও শক্তি সঞ্চয় করেছে বলে জানিয়েছে জাপানের আবহওয়া অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।