ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
মেক্সিকোয় বন্দুকযুদ্ধে নিহত ৬

ঢাকা: মেক্সিকোর উত্তরাঞ্চলের সংঘাতমুখর মাতামোরাস শহরে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ বন্দুকধারীদের পাঁচজন নিহত হয়েছেন।



শনিবার (১১ জুলাই) দেশটির সীমান্তবর্তী তামালিপাস রাজ্যের শহরটিতে এ ঘটনা ঘটে।

তামালিপাস রাজ্য সরকারের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় আহত ওই পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

পুলিশের ওই গাড়িবহর মাতামোরাসে পৌঁছানোর পর গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে বন্দুকধারীরা। এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকধারীদের পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় কয়েকজন পথচারী গুলিবিদ্ধ হলেও তারা আশঙ্কামুক্ত বলে জানায় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।