ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ‘অনুপ্রবেশের’ চেষ্টায় ৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
কাশ্মীরে ‘অনুপ্রবেশের’ চেষ্টায় ৩ সন্ত্রাসী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ‘অনুপ্রবেশের’ চেষ্টাকালে দেশটির সেনাবাহিনীর গুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) জম্মু-কাশ্মীরের কেরান সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার (১২ জুলাই) সকালে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সেনাবাহিনী জানায়, মধ্যরাতে কেরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় সন্দেহভাজন একটি গ্রুপ। বুঝতে পেরে তাদের প্রতিহত করেন সেনাসদস্যরা। এসময় সেনাবাহিনীর গুলিতে তিন চরমপন্থি নিহত হন। এতে অনুপ্রবেশ চেষ্টা নস্যাৎ হয়ে যায়।

ঘটনার পর সেখান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।