ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত ৩৫

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন শতাধিক।



রোববার বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় এসব বোমা হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম জানায়।

বাগদাদের উত্তরাঞ্চলের শাব এলাকার একটি ব্যস্ত বাজারে প্রথম হামলাটি ঘটে। একজন প্রাইভেটকার চালকের এ আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হন পথচারী ও পুলিশসহ ১৯ জন।

দ্বিতীয় ও তৃতীয় বোমা হামলাটি ঘটে রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলীয় বানক এলাকায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, বানক এলাকায় পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরাকের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণে থাকা জঙ্গী সংগঠন আইএস কে সন্দেহ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।