ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সশস্ত্র সংঘর্ষে ১৬ মাসে ১৫ হাজার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ইরাকে সশস্ত্র সংঘর্ষে ১৬ মাসে ১৫ হাজার নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ১৬ মাসে ইরাকে সশস্ত্র সংঘর্ষে অন্তত ১৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ হাজার লোক।



সোমবার (১৩ জুলাই) ‘ইরাকের সশস্ত্র সংঘাতে সাধারণ নাগরিকদের সুরক্ষা’ শীর্ষক জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৪৪ হাজার ১৩৬ জন লোক হতাহত হয়েছেন। এদের মধ্যে ১৪ হাজার ৯৪৭ নিহত ও ২৯ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।

এদিকে, সশস্ত্র এসব সংঘাতে আরও হাজা‍র হাজার ইরাকি সেনা ও আইএস জঙ্গি নিহত হয়েছে। এছাড়া সংঘাতে জড়িয়ে পড়া আইএসের অনুগত অন্যান্য সংগঠন ও ইরাকি বাহিনীর পক্ষে লড়াই করা কুর্দি বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছে। তবে এসব হতাহতের কোনো সঠিক হিসাব দেশটির সরকারের কাছে নেই।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, সশস্ত্র সংঘাত শুরুর পর ইরাক থেকে প্রায় ৩০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।