ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে অপহৃত ৪ পুলিশকে হত্যা করলো মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
ভারতে অপহৃত ৪ পুলিশকে হত্যা করলো মাওবাদীরা

ঢাকা: ভারতের ছত্তিশগড় থেকে অপহৃত চার পুলিশ সদস্যকে হত্যা করলো মাওবাদী গেরিলারা।

গত ১৩ জুলাই অপহরণের পর তাদের হত্যা করা হয়েছে বলে বুধবার (১৫ জুলাই) জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।


 
ছত্তিশগড়ের পুলিশ সুপারিনটেন্ডেন্ট কেল ধ্রু বলেন, আমরা জানতে পেরেছি, অপহৃত ওই চার পুলিশ সদস্যকেই হত্যা করেছে মাওবাদীরা। তাদের মৃতদেহগুলো একটি জঙ্গল এলাকার পাশে রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে গেরিলারা।

এ হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গত ১৩ জুলাই রাতে মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলার কুত্রু গ্রাম দিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি থামিয়ে ওই চার কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যায় মাওবাদীরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।