ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে পানিবন্দি ৬৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আসামে পানিবন্দি ৬৫ হাজার মানুষ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের আসামে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন দেড় শতাধিক গ্রামের ৬৫ হাজারের বেশি অধিবাসী।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, রাজ্যের ধেমাজি, লখিমপুর ও সুনিতপুর জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে।

এর মধ্যে সনিতপুরেই পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার অধিবাসী। আর লখিমপুরে ১৩ হাজারের বেশি ও ধেমাজিতে কয়েক হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়া এসব এলাকায় দেড় হাজারের বেশি হেক্টর ফসলি জমি ডুবে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সুনিতপুরে সাতটি আশ্রয় ও ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ৭ হাজার ৭১২ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এএসডিএমএ আরও জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় বুধবার (১৫ জুলাই) রাত থেকে আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও পানির উচ্চতা বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।