ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই বিশ্ববিদ্যালয় ‘ডক্টর কালাম কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিতি পাবে।



মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত সংবাদটি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যম।

রাজ্য সরকারের অধীনে বিহার কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১০ সালে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের (আইসিএআর) অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বিহারের ভগলপুর জেলার সাবোর এলাকায় এটি অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।