ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় তিন ক্রিশ্চিয়ান অপহরণের দাবি আইএস’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
লিবিয়ায় তিন ক্রিশ্চিয়ান অপহরণের দাবি আইএস’র ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ার পূর্বাঞ্চলে তিন আফ্রিকান খ্রিস্টানকে অপহরণের দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি ওই তিন জনের পাসপোর্টের ছবিও প্রকাশ করেছে।



এ বিষয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানায়, অপহৃত তিনজন মিশর, নাইজেরিয়া ও ঘানার নাগরিক। তবে ওই নাগরিকদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইএস।

মোহাম্মদ আল হাজাজি নামে লিবিয়ার সামরিক এক কর্মকর্তা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএস’র নিয়ন্ত্রণাধীন সির্তের দক্ষিণপূর্বাঞ্চলীয় নৌফ্লিয়া নামক ছোট একটি শহরে অপহরণের এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।