ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত ৪৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে রোববার শিয়া হুথি বিদ্রোহীদের  নির্বিচার গোলাবর্ষণে নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। তাদের অধিকাংশই  বেসামরিক মানুষ।

এছাড়া আহত হয়েছে দুই শতাধিক। নিহতদের মধ্যে ১২টি শিশুও আছে বলে জানা গেছে।

সৌদি জোটের বিমান বাহিনীর সহায়তায় গত সপ্তাহে বন্দর নগরী এডেনের বিমানবন্দরসহ অধিকাংশ এলাকা পুনরায় দখলে নিতে সক্ষম হয় স্থানীয় মিলিশিয়া এবং সরকারপন্থি যোদ্ধারা। মাত্র তিন ‍দিন আগে এডেনকে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা দেয় ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির সরকার।

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির অধিকাংশ এলাকা দখল করে নিলে তাদের লক্ষ্য করে বিমান অভিযান পরিচালনা করে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় জোট।

ইয়েমেনে গত প্রায় চার মাস ধরে চলা সংঘাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।