ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান এয়ারলাইনসকে ৪০ হাজার ইউরো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
পাকিস্তান এয়ারলাইনসকে ৪০ হাজার ইউরো জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) ৪০ হাজার ইউরো জরিমানা করেছে প্যারিস বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের বিধিনিষেধ (কারফিউ আওয়ার) ভঙ্গের জন্য এ জরিমানা করা হয়।



 জরিমানার টাকা পরিশোধের জন্য সম্প্রতি প্যারিস বিমানবন্দর কর্তৃপক্ষ পিআইএ’কে চিঠি দিয়েছে। গত সেপ্টেম্বরের লাহোর-প্যারিস একটি ফ্লাইট ‘কারফিউ আওয়ার’ এর সময় অবতরণ-উড্ডয়ন করে। ওইদিন মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ছিল কারফিউ আওয়ার।

ডন অনলাইন জানায়, জরিমানার সঙ্গে ভবিষ্যতে কঠোরভাবে নিয়মনীতি মেনে চলার জন্য পিআইএ’কে সতর্ক করে দিয়েছে প্যারিস কর্তৃপক্ষ।

পিআইএ’র মুখপাত্র আমির মেমন বলেন, গত সেপ্টেম্বরে লাহোর থেকে প্যারিসে যাত্রাকালে ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে দেরি করে। এ কারণেই প্যারিস এয়ারপোর্টে কারফিউ আওয়ারে অবতরণ ও উড্ডয়নে বাধ্য হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।