ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লোকবল সংকটে ভুগছে সিরীয় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
লোকবল সংকটে ভুগছে সিরীয় সেনাবাহিনী বাশার আল-আসাদ

ঢাকা: লোকবল সংকটে ভুগছে সিরীয় সেনাবাহিনী। এ কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজেই।



রোববার (২৬ জুলাই) দামেস্কে এক টেলিভিশন বক্তৃতায় দেশটিতে সেনাবাহিনীর সাম্প্রতিক সফলতা-বিফলতার মূল্যায়ন করতে গিয়ে আসাদ লোকবল সংকটের কথা স্বীকার করেন।

এসময় তিনি বলেন, সিরিয়ার প্রতিটা ইঞ্চিই অমূল্য। তবে পরিস্থিতির ব্যাপকতা নির্ণয়ে ও কিছু এলাকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেছনে সরে আসতে হয়েছে আমাদের।

বিশেষজ্ঞরা বলছেন, একসময় সিরিয়ার সেনাবাহিনীতে সদস্য সংখ্যা ছিল তিন লাখের মতো। তবে সংঘর্ষে মৃত্যু, দলত্যাগ ও অন্যান্য কারণে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

এ বিষয়ে বাশার আল-আসাদ বলেন, সেনাবাহিনীতে লোকবল সংকট চলছে ঠিকই, তবে এর মানে এই না যে, আমরা ধসে পড়ার ব্যাপারে এখনই কথা বলতে শুরু করবো।

তিনি বলেন, আমরা প্রতিহত করবো। সেনাবাহিনী এখনও তাদের মাতৃভূমি রক্ষায় যথেষ্ট শক্তিশালী।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।