ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় পৌঁছেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইথিওপিয়ায় পৌঁছেছেন ওবামা

ঢাকা: কেনিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ইথিওপিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পিতৃভূমি কেনিয়া থেকে রোববার (২৬ জুলাই) ওবামা ইথিওপিয়ার উদ্দেশে উড়াল দেন।

একইদিন তিনি আদ্দিস আবাবায় অবতরণ করেন। এর আগে শুক্রবার (২৪ জুলাই) ওবামা কেনিয়ায় পৌঁছান।

মঙ্গলবার (২৮ জুলাই) ওবামার ৫৪ জাতি আফ্রিকান ইউনিয়নের (এইউ) বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনিই প্রথম কোনো মার্কিন নেতা, যিনি এইউ অধিবেশনে বক্তব্য রাখবেন।

এর আগে কেনিয়া সফরের শেষ দিনে নাইরোবির এক স্টেডিয়ামে বক্তৃতায় সেখানকার মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই উদ্যোগী হতে পরামর্শ দেন ওবামা। একই সঙ্গে দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে কেনিয়াসহ আফ্রিকার বিশাল অংশের দুর্নীতিগ্রস্ত গোত্র-রাজনীতিরও কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, যে রাজনীতির ভিত্তি শুধুমাত্র গোত্র ও সম্প্রদায়, সেই রাজনীতি কোনো দেশের জন্য অবধারিত সর্বনাশ ডেকে আনবে।

নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেন ওবামা এসময় বলেন, মেয়েদের ওপর যৌন নির্যাতন, ঘরের ভেতর তাদের ওপর নিপীড়নের পেছনে কোনো অজুহাত থাকতে পারে না। অল্প বয়সী মেয়েদের জবরদস্তি করে তার যোনিচ্ছেদ করার কোনো যুক্তি থাকতে পারে না। অল্প বয়সী মেয়েদের জবরদস্তি করে বিয়ে দেওয়ার রীতি কোনো সভ্য সমাজে থাকতে পারে না। একবিংশ শতকে এসব রীতির কোনো জায়গা নেই।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।