ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর আগেই মারার দায় নীরার!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
মৃত্যুর আগেই মারার দায় নীরার! ছবি: সংগৃহীত

ঢাকা: দেশজুড়ে মুহ্যমান শোকের মধ্যেও তোপ-ক্ষোভ একজনের উপর। সোশ্যাল মিডিয়ায় বিষোদগার।

সব দোষ যেন তার! এখন তার নাম ‘ভবিষ্যদ্বক্তা’।

বলছি ঝাড়খন্ডের শিক্ষামন্ত্রী নীরা যাদবের কথা। দেশসেরা বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যু ঘিরে তুমুল বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। অথচ অনেকটা না বুঝেই ঘটনাটি ঘটিয়েছিলেন। কালামের প্রতি কোনো বিদ্বেষ ছিলো না তার। বরং শ্রদ্ধা-ভক্তি বেশিই ছিলো। কাল হলো সেটাই।

কয়েকদিন আগের ঘটনা। ঝাড়খন্ডের হাজারিবাগের একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে আবদুল কালামের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিলক পরিয়ে ছবির উপর ফুলের মালা দিয়েছিলেন নীরা।

সনাতন ধর্মের প্রথা অনুযায়ী, কারও মৃত্যুর পরই এভাবে ছবিতে মালা পরানো যায়।   ভারতের সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় এ রাষ্ট্রপতিকে নীরা মৃত্যুর আগেই মেরে ফেলেছিলেন চার-পাঁচদিন আগে। আর সোমবার সত্যি সবাইকে কাঁদিয়ে চলেন গেলেন তিনি। দুটি ঘটনা মিলে স্যোশাল মিডিয়া এখন তাকে অভিহিত করছে ‘ফিউচারিস্ট’ হিসেবে।

কিন্তু সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুর পর কি বললেন নীরা যাদব?

ভারতের সংবাদমাধ্যমগুলোর বরাত অনুযায়ী, নীরা যখন সত্যি আবদুল কালামের মৃত্যুর খবর শোনেন, তখন তিনি শোকে স্তব্ধ হয়ে যান।
তিনি বলেন, আমি তার অসুস্থতার খবর পাওয়া মাত্রই তার জন্য প্রার্থনা শুরু করেছিলোম। আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না যে তিনি আর নেই! তিনি ছিলেন আমার গুরুর মতো। আমি স্বপ্নেও কখনো ভাবিনি তাকে আমি হেয় করবো। সেদিন স্কুলে যা ঘটেছিলো তা ছিলো অপ্রত্যাশিত। আমি সেজন্য ক্ষমাপ্রার্থী।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এএ

** অন্তিমযাত্রার আগে জীবনের শেষ ‍ছবি
** একজন আবদুল কালাম: পরশ পাথর, শিক্ষক এবং পথপ্রদর্শক
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার
** ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে হাইকমিশনে শোকবই
** বাসভবনে আবদুল কালামের মরদেহ
** দিল্লি পৌঁছেছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া তামিলনাড়ুতে

** লন্ডনে নৈশভোজ-বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল মমতার

** ‘পারলে একদিন অতিরিক্ত কাজ করবে’
** আবদুল কালামের স্মরণে ভারতীয় সংসদে নিরবতা
** আবদুল কালামের শেষ টুইট
** দুপুরে দিল্লি পৌঁছুবে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সেরা ১০ উক্তি
** দিল্লি নেওয়া হচ্ছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের যে ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো
** টুইটারে আবদুল কালামকে শ্রদ্ধাভরে স্মরণ
** এপিজে আবদুল কালাম আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।