ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বড় হওয়ায় প্রেসিডেন্টের চেয়ারে বসেননি এপিজে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বড় হওয়ায় প্রেসিডেন্টের চেয়ারে বসেননি এপিজে এপিজে আবদুল কালাম / ছবি: নাজমুল হাসান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঞ্চে পাশাপাশি পাঁচটি চেয়ার রাখা। আর আট দশটা অনুষ্ঠানের মতো প্রধান অতিথির সম্মানার্থে তার চেয়ারটা একটু বড়ই রেখেছিলেন আয়োজকরা।

কিন্তু মঞ্চে যখন প্রধান অতিথি আসন গ্রহণ করবেন তখনই বাঁধল বিপত্তি। কিছুতেই ওই চেয়ারে বসতে চাইছিলেন না সাদামাটা প্রধান অতিথি এপিজে আবদুল কালাম। শেষ পর্যন্ত তিনি বসেনইনি।

এমন বহু ঘটনারই সমার্থক নাম আবদুল কালাম। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ ‘মিসাইলম্যান’। তার মৃত্যুতে পুরো ভারতে শোক নেমে এসেছে।

সাবেক রাষ্ট্রপতির অনাড়ম্বর জীবনের উপরোক্ত ঘটনাটি তুলে ধরে টাইমস অব ‌ইন্ডিয়া জানায়, বেনারসির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) এক সমাবর্তন অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা বাকি চারটি চেয়ারের তুলনায় নিজের চেয়ারটি বড় করে তৈরি করায় বসতে অসম্মতি জানান আবদুল কালাম। পরে ওই চেয়ারে তিনি উপাচার্যকে বসার অনুরোধ করেন। তবে উপাচার্য বসেননি। দ্রুত একই আকৃতির আরেকটি চেয়ার মঞ্চে নিয়ে আসা হলে শেষমেষ বসেন সাধারণের রাষ্ট্রপতি আবদুল কালাম।

এমন বহু ‍অনুকরণীয় ঘটনার উদাহরণ সৃষ্টি করে গেছেন ভারতরত্ন আবদুল কালাম।

 বাংলাদেশ সময়: ০৮২৭ ঘন্টা, জুলাই ২৮, ২০১৫
কেএইচ/

** রামেশ্বরম থেকে শিলং: আলোকের পথে এক মহান যাত্রা
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার
** ভারতের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে হাইকমিশনে শোকবই
** বাসভবনে আবদুল কালামের মরদেহ
** দিল্লি পৌঁছেছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সম্মানে বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
** আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়া তামিলনাড়ুতে

** লন্ডনে নৈশভোজ-বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল মমতার

** ‘পারলে একদিন অতিরিক্ত কাজ করবে’
** আবদুল কালামের স্মরণে ভারতীয় সংসদে নিরবতা
** আবদুল কালামের শেষ টুইট
** দুপুরে দিল্লি পৌঁছুবে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের সেরা ১০ উক্তি
** দিল্লি নেওয়া হচ্ছে আবদুল কালামের মরদেহ
** আবদুল কালামের যে ইচ্ছা অপূর্ণই রয়ে গেলো
** টুইটারে আবদুল কালামকে শ্রদ্ধাভরে স্মরণ
** এপিজে আবদুল কালাম আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।