ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোল্লা ওমর মারা গেছেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
মোল্লা ওমর মারা গেছেন! ছবি: সংগৃহীত

ঢাকা: আফগান তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমর মারা গেছেন বলে আফগান সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার আফগান নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে দুই-তিন বছর আগেই মারা গেছেন মোল্লা ওমর।

তবে আফগান তালেবানরা তাদের নেতার এই মৃত্যুর খবরে কোনো মন্তব্য করেনি। তবে খুব শিগগিরই এ ব্যাপারে বিবৃতি দেয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে আফগান তালেবানরা।

সোভিয়েত বিরোধী লড়াইয়ে এক চোখ হারানো এই যোদ্ধা ধর্মীয় নেতাকে তালেবানদের সর্বোচ্চ আধ্যাত্মিক ও সামরিক নেতা হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের তালেবান বিরোধী অভিযান শু্রুর পর থেকে গত ১৩ বছর ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন তালেবান নেতা মোল্লা ওমর। বহুবার তার মৃত্যুর ব্যাপারে তথ্য উপস্থাপিত হলেও তালেবানরা বরাবরই তার মৃত্যুর খবর অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।