ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
নেপালে ভূমিধসে নিহত ২০ ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে ভূমিধসে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪২ জন।



বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা কাসকিতে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৌসুমি বৃষ্টির প্রভাবে রাজধানী কাঠমান্ডু থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে কাসকি জেলার দু’টি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫/আপডেট: ১৩২৭ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।