ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ভারতীয় ৪ শিক্ষক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
লিবিয়ায় ভারতীয় ৪ শিক্ষক অপহৃত

ঢাকা: লিবিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চার ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছেন।

তাদের দু’জন ভারতের হায়দারাবাদ এবং দু’জন কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে।



লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিকটবর্তী সার্ত শহর থেকে তাদের অপহরণ করা হয়েছে  উল্লেখ করে শুক্রবার (৩১ জুলাই) সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, লিবিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক বছর ধরে শিক্ষকতা করছিলেন এই চার ভারতীয় শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ করা হয়েছে তাদের।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের অপহরণ করে থাকতে পারে। এ ঘটনার দায় স্বীকার করে এখনও কেউ কোন শর্ত আরোপ করেনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫/ অাপডেট: ১২২৬ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।