ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় শোভাযাত্রায় ট্রাক চাপা, নিহতের সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
মেক্সিকোয় শোভাযাত্রায় ট্রাক চাপা, নিহতের সংখ্যা বেড়ে ২৭ ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর মাজাপিল শহরে একটি ধর্মীয় শোভাযাত্রায় ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ এ দাঁড়িয়েছে।

এ ঘটনায় শোভাযাত্রাটিতে অংশগ্রহণকারী আরও ১৪৯ জন আহত রয়েছেন।



শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত হতাহতের সংখ্যা বেড়ে ১৭৬ এ দাঁড়িয়েছে বলে সংবাদমাধ্যম জানায়।

দেশটির জননিরাপত্তা বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে ট্রাকটির চালক পলাতক রয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ট্রাকমালিক এবং চালককে খুঁজছে।

বুধবার ভবন নির্মাণের সামগ্রী বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ধর্মীয় শোভাযাত্রার অংশগ্রহণকারীদের পিষ্ট করে। শোভাযাত্রাটি স্থানীয় চার্চ সান গ্রেগরিও ম্যাগনোর উদ্দেশ্যে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

মেক্সিকোয় বিভিন্ন ধর্মীয় দিবসে এরকম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।   

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।