ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সমাবেশে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সমাবেশে হামলা, নিহত ১

ঢাকা: শ্রীলঙ্কার অর্থমন্ত্রী রবি করুণানায়েকের একটি নির্বাচনী সমাবেশে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।



শুক্রবার (৩১ জুলাই) দুপুরে দেশটির রাজধানী কলম্বোর ওই নির্বাচনী সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশের মুখপাত্র রাওয়ান গুনাসেকারার বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, অর্থমন্ত্রী করুণানায়েকে সমাবেশ থেকে বের হয়ে যাওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি যানবাহনে ঘটনাস্থলে এসে হামলা শেষে একই যানবাহনে ফিরে যায় বলে জানা গেছে।

আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

১৭ আগস্ট শ্রীলঙ্কার সংসদ নির্বাচন সামনে রেখে সমাবেশটির আয়োজন করা হয়েছিল। দেশটির সংবিধানের সাম্প্রতিক সংশোধনীতে নির্বাচন কমিশনের ক্ষমতা পূর্বাপেক্ষা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্বাচন বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫/ আপডেট: ১৫৪৫ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।