ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবান নতুন নেতা আখতার মনসুরের অডিও বার্তা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
তালেবান নতুন নেতা আখতার মনসুরের অডিও বার্তা প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম অডিও বার্তা প্রকাশ করেছেন তালেবানের নেতৃত্বে আসা মোল্লা আখতার মনসুর। সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর তাকে নতুন নেতা নির্বাচন করে আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা।



অডিও বার্তায় আখতার মনসুর সমর্থকদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আফগানিস্তানে তালেবান সরকারের সময় আখতার মনসুর বেসরকারি বিমান চলাচলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তাকে মোল্লা ওমরের সহকারি নিয়োগ করা হয়।

ধারণা করা হয়, ৬০ দশকের কোনো এক সময় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহারের মাইওয়ান্দ জেলায় জন্মগ্রহণ করেন মোল্লা আখতার মনসুর।

** মোল্লা ওমরের পর তালেবানদের নতুন নেতা আখতার মনসুর
** মোল্লা ওমর মারা গেছেন!

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।