ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জগমোহন ডালমিয়া আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
জগমোহন ডালমিয়া আর নেই জগমোহন ডালমিয়া

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।



রোববার (২০ সেপ্টেম্বর) কলকাতার বিএম বিরলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বুকে ব্যথা ও শ্বাস-প্রশ্বাসে সমস্যাজনিত কারণে ডালমিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার এঞ্জিওপ্লাস্টি করা হয়।

দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছিলেন, এঞ্জিওপ্লাস্টি করানোর পর ডালমিয়ার অবস্থার উন্নতিও হতে থাকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে ফের তার অবস্থার অবনতি হতে থাকে। পরে রাতে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

মৃত্যুকালে জগমোহন ডালমিয়া স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

ডালমিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেসউইং থেকে পৃথকভাবে এ শোক জানানো হয়।

সেই সঙ্গে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

ভারতীয় ক্রিকেট বোর্ডে ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন ডালমিয়া। ১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষের দায়িত্ব পান। ১৯৯৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসসি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫/আপডেট: ২৩০৫ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।