ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারীকে ইসরায়েলি সেনার গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ফিলিস্তিনি নারীকে ইসরায়েলি সেনার গুলি ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনি এক অল্পবয়সী নারীকে গুলি করে আহত করেছে ইসরায়েলি সেনাসদস্যরা। ওই নারীর বিরুদ্ধে ছুরিকাঘাতে এক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগও তুলেছে ইসরায়েল কর্তৃপক্ষ।



মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে হাদিল সালাহ আল-হাশলামন (১৯) নামের ওই নারীকে হেবরনের কাছের একটি চেকপয়েন্টে গুলি করা হয়।

ইসা আমরাও নামের এক হেবরন বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাদিল সালাহ আল-হাশলামন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হামলাকারী ওই নারী এক সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তবে তার এ চেষ্টা ব্যর্থ হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ওই নারীর বুকে ও পেটে বেশ কয়েকটি গুলি করা হয়েছে।

এদিকে, হাদিল সালাহকে গুলির ঘটনায় ফিলিস্তিনি যুবসংঘ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।