ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেপ ব্লাটারের বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
সেপ ব্লাটারের বিরুদ্ধে তদন্ত

ঢাকা: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের কথা জানিয়েছে সুইজারল্যান্ডের প্রসিকিউটররা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এ তথ্য সংবাদমাধ্যমে জানানো হয়।



অব্যবস্থাপনা বা জালিয়াতির সন্দেহে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ব্লাটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে বলেও এতে জানানো হয়। ফিফাও এ তদন্তে সহযোগিতা করছে।
 
এদিকে ব্লাটারের বিরুদ্ধে তদন্তের ঘোষণার কয়েক ঘণ্টা আগে রহস্যজনকভাবে তাকে নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে ফিফা। নির্বাহী কমিটির দু’দিনের সভা শেষে ফিফা সদর দফতরে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।

অর্থ আত্মসাৎ, ভুল ব্যবস্থাপনা ইত্যাদি নানা অভিযোগ উঠেছে ব্লাটারের বিরুদ্ধে। আগামী জানুয়ারিতেই (২০১৬ সাল) সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ানোর কথা ব্লাটারের।

বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।