ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় আহত ১২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
হংকংয়ে যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় আহত ১২৪

ঢাকা: হংকংয়ে যাত্রীবাহী ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ১২৪ জন আহত হয়েছেন। তবে শেষ খবর পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, ১৭৪ জন আরোহী নিয়ে ফেরিটি ম্যাকাও থেকে রওনা দেওয়ার পর লান্তুয়া দ্বীপের কাছাকাছি একটি ‘বস্তুর’ সঙ্গে ধাক্কা খায়। এরপর ফেরিটির ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে।

এ ঘটনায় অনেকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌ পুলিশ। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফেরির এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, হঠাৎ আলো নিভে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।

বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হিসেবে ম্যাকাওয়ের জনপ্রিয়তা বেশ। প্রতি বছর এ রুটে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী যাতায়ত করেন।

তবে যথেষ্ট নিরাপত্তা সত্ত্বেও সম্প্রতি এ রুটে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে।

২০১২ সালের অক্টোবরে প্রমোদতরী লাম্মা ৪ ও যাত্রীবাহী এক ফেরির মধ্যে সংর্ঘষে ৩৯ জনের প্রাণহানি হয়। ২০১৩ সালের নভেম্বরে অপর এক ফেরি দুর্ঘটনায় বহু মানুষ আহত হন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।