ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধযান ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাগরটিতে কৃত্রিম দ্বীপের আশেপাশে ১২ নটিক্যাল মাইলের মধ্যে অন্য কোনো দেশের সামরিক উপস্থিতির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।



মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্প্রাটলি দ্বীপপুঞ্জের সুবি ও মিসচিফের কাছাকাছি ইউএসএস ল্যাসেন নামের এক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী নৌযান পাঠানো হয়েছে। এটি চীনের তৈরি কৃত্রিম দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। কয়েক ঘন্টার মধ্যেই এ অভিযান শেষ হবে।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, ১২ নটিক্যাল মাইলের মধ্যে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করছে কিনা তা যাচাই করা হচ্ছে। যদি ঘটনা সত্য হয়, তাহলে বিষয়টি নিয়ে আবারও ভাবতে বলবো যুক্তরাষ্ট্রকে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।