ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ নেতা আবু কাসিম নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে কাশ্মীরে বেশ কয়েকটি হামলা পরিচালনার অভিযোগ রয়েছে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আবু কাসিম নিহত হন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশ প্রধান সৈয়দ জাভেদ মুজতবা গিলানি সাংবাদিকদের জানান, আবু কাসিম বহুদিন থেকেই তাদের মোস্ট-ওয়ান্টেড তালিকায় ছিলেন। তার বাড়ি ছিল পাকিস্তানের বাহাওয়ালপুর শহরে।

এই অঞ্চলের দক্ষিণের একটি গ্রামে ভারতীয় নিরাপত্তা রক্ষীরা রাতভর অভিযান চালায় উল্লেখ করে তিনি বলেন, এটা বড় ধরনের একটি সাফল্য।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।