ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্যভিচারের অভিযোগে আফগান তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ব্যভিচারের অভিযোগে আফগান তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যভিচারের অভিযোগে এক আফগান তরুণীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে।

আফগানিস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (০৪ নভেম্বর) এ খবর জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

অনলাইনেও ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

৩০ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, আফগানিস্তানের মধ্যাঞ্চলের কোনো এক এলাকায় ১৯ থেকে ২১ বছরের মধ্যে বয়সী রোখসানা নামের ওই তরুণীকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করছে একদল লোক। এসময় তার প্রেমিককেও বেত্রাঘাত করা হয়।

আফগান সংবাদসংস্থা টোলো এক প্রতিবেদনে জানায়, প্রায় এক সপ্তাহ আগে তালেবান নিয়ন্ত্রিত একটি এলাকায় এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘুর প্রদেশের রাজধানী ফিরোজকুহের নিকবর্তী কোনো স্থানে এটি ঘটে।

রোখসানার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার ২৩ বছর বয়সী প্রেমিক পালিয়ে গিয়ে বিয়ের চেষ্টা করেন।

ঘুর প্রদেশের কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার কাছে দাবি করেন, রোখসানাকে তালেবান সদস্যরাই হত্যা করেছে।

প্রাদেশিক প্রশাসক সীমা জোয়েন্দা বলেছেন, রোখসানার ইচ্ছার বিরুদ্ধে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে সে বাড়ি থেকে পালায়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।