ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে খনিতে ধস, ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ব্রাজিলে খনিতে ধস, ১৭ জনের প্রাণহানি

ঢাকা: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি লোহার খনিতে মাটির বাঁধ ধসে ১৭ জনের প্রাণহানির ঘটনা  ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় কমপক্ষে আরও ৫০ জন আহত হয়েছেন।



শুক্রবার (০৬ নভেম্বর) দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির ম্যারিয়ানা শহরের ফায়ার সার্ভিস প্রধান অ্যাডাও স্যাভিরিনো জুনিয়র বলেন, এ বিপর্যয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং ৪০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

খনির মাটির বাঁধ ধসে বিষাক্ত পানি ও কাদা মাটির চারদিকে ছড়িয়ে গেলে এই নিহত ও হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি।

নিখোঁজদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৫/১১২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
টিআই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।