ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারের নির্বাচনে এনএলডি’র নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
মায়ানমারের নির্বাচনে এনএলডি’র নিরঙ্কুশ জয়

ঢাকা: মায়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। এখন পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, দলটি পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আসনগুলোর ৩৪৮টিতে জয় নিশ্চিত করেছে।



সরকার গঠন করতে হলে মায়ানমারের ৬৬৪ আসনের ৬৭ শতাংশতে জয় নিশ্চিত করতে হতো এনএলডিকে। এর অর্থ ৩২৯ আসনে জয় পেলেই চলতো।

অপরদিকে, ২০১১ সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট থিন সেইনের দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) উচ্চ ও নিম্নকক্ষ মিলিয়ে মাত্র ৪০টি আসনে বিজয় অর্জন করতে পেরেছে।

চলতি সপ্তাহে মায়ানমারের তিন স্তরের সংসদের ৮৩ শতাংশ আসনের ফল ঘোষিত হয়েছে। এতেই সরকার গঠন করার যোগ্যতা অর্জন করে ফেলেছে এনএলডি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।