ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ঢাকা: জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭।

এ ঘটনায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছোট আকারের সুনামিও হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার কিছু পর এ ভূমিকম্প অনুভূত হয়।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বলছে, এক ফুট উচ্চতার এ (৩০ সেন্টিমিটার) সুনামিতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ নিকানোশিমা এলাকা তলিয়ে যায়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে কাগোশিমা ও স্যাটসুনান দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চল থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, মাকুরজাকি শহর থেকে ১৪৪ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তি।

এর আগে ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে দেশটি বড় আকামের সুনামি সৃষ্টি হয়। এতে ১৮০০০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।