ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাতে থিয়েটার হল বাতাক্লঁ ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়ামসহ ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা।

এসব ঘটনায় অন্তত ১৫৩ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৮০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

শনিবার (১৪ নভেম্বর) অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আইএস এ হামলার দায় স্বীকার করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

বিবৃতিতে জঙ্গি সংগঠনটি বলে, আমাদের যোদ্ধারা দেহে বোমাধারণ করে ও মেশিনগান হাতে প্যারিসের হৃদপিণ্ডে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

এর আগে একইদিন একটি তারিখবিহীন ভিডিও বার্তা পোস্ট করে আইএস। এতে সিরিয়ায় ফরাসী অভিযান বন্ধ করা না হলে দেশটিতে হামলার হুমকি দেওয়া হয়। ভিডিও বার্তাটি আইএসের মিডিয়া শাখা ‘আল-হায়াত মিডিয়া সেন্টার’ পোস্ট করে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫/আপডেট: ১৭২৪ ঘণ্টা
আরএইচ

** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।