ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের আঘাত করতে জনগণকে প্ররোচিত করছেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
‘ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের আঘাত করতে জনগণকে প্ররোচিত করছেন’ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের আঘাত করতে জনগণকে প্ররোচিত করছেন বলে মন্তব্য করেছে দেশটির মুসলিম কমিউনিটি।

সোমবার (০৭ ডিসেম্বর) ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান।

তার যুক্তিতে, আমেরিকায় মুসলিম আছে বলেই ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারদিনোতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ইসলামিক সেন্টার ফর জার্সি সিটি’র পরিচালক ও কৃষিপ্রকৌশলী আহমেদ শেদিদ ১৯৮০ সালে মিশর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার মতে, ডোনাল্ড ট্রাম্প ঘৃণা ও সহিংসতাকে উসকে দিচ্ছেন।

একটি সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তিনি বলেন, এসব না করতে আমি তার কাছে অনুরোধ জানাই। মুসলিমরাও আমেরিকার অংশ। আমরা কোথাও যাচ্ছি না।

আহমেদ শেদিদের মতো যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক মুসলিমই ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে সহিংসতা মাথাচাড়া দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কেয়ার’র নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, তার (ডোনাল্ড) এ মন্তব্য বেপরোয়া ও অ-আমেরিকান। ট্রাম্প যে আচরণ করছেন, তাতে তাকে জাতীয় নেতা নয়, উচ্ছৃঙ্খল কোনো গোষ্ঠীর নেতা বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচ

** যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি ডোনাল্ডের, নিন্দা হোয়াইট হাউসের

** যুক্তরাষ্ট্রে মুসলমান প্রবেশ নিষিদ্ধের দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।