ঢাকা: স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ব্রাজিলের সাও পাওলোগামী টিএএম এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন দিক ঘুরিয়ে মাদ্রিদ ফিরে গেছে।
বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে প্লেনটি দিক পাল্টায় বলে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রাজিলের ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।
খবরে জানানো হয়, আন্তর্জাতিক সময় সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টা ৩৭ মিনিট) সাও পাওলোর উদ্দেশে মাদ্রিদ থেকে উড়াল দেয় ফ্লাইট জেজে-০৬৫। মরক্কোর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এটি দিক ঘুরিয়ে মাদ্রিদ ফিরে যায়।
এক বিবৃতিতে টিএএম জানিয়েছে, প্লেনে বোমা থাকতে পারে বলে জানতে পেরেই স্প্যানিশ কর্তৃপক্ষ প্লেনটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরে নিরাপদে এটি মাদ্রিদে অবতরণ করে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএইচ