ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় এক মাসে রুশ বিমান হামলায় নিহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সিরিয়ায় এক মাসে রুশ বিমান হামলায় নিহত দুই শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এক মাসে রুশ বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রত্যক্ষদর্শী ও সমাজকর্মীদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠানটি বলেছে, এই এক মাসে ২৫টিরও বেশি জায়গায় আঘাত হেনেছে রাশিয়া।

এগুলোর মধ্যে সিরিয়ার হোমস, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পো উল্লেখযোগ্য।

অ্যামনেস্টি বলছে, এভাবে অভিযান পরিচালনা করে রাশিয়া গুরুতরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে।

তবে, সিরিয়ায় মার্কিন নেতৃত্বে আইএস বিরোধী অভিযানের ব্যাপারে কোনো মন্তব্য করেনি অ্যামনেস্টি।

এর আগে গত মাসে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটিরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছিল, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মার্কিন নেতৃত্বে বিমান হামলায় অন্তত ৩ হাজার ৯৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।