ঢাকা: সিরিয়ায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এক মাসে রুশ বিমান হামলায় দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
বুধবার (২৩ ডিসেম্বর) রাশিয়া দুই শতাধিক মানুষ নিহতের সংবাদকে ‘ভুয়া তথ্য’ উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ অস্বীকার করে।
এরআগে প্রত্যক্ষদর্শী ও সমাজকর্মীদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এক মাসে সিরিয়ার হোমস, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পো শহরসহ ২৫টিরও বেশি জায়গায় বিমান হামলা করেছে রাশিয়া। এতে দুইশ বেসামরিক মানুষ মারা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে পক্ষপাতপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাচেঙ্কভ বলেন, অ্যামনেস্টির অভিযোগ গতানুগতিক ও ভুয়া তথ্যে পূর্ণ। তিনি সিরিয়ার ক্লাস্টার বোমা ফেলার অভিযোগও অস্বীকার করেন।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর