ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৮ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে টেক্সাসে প্রবল ঝড় ও টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।



স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে অঙ্গরাজ্যের ইলিস কাউন্টিতে টর্নেডের আঘাতে বিভিন্ন ভবন ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গির্জাও।

কলিন কাউন্টি শেরিফ অফিস বলছে, কোপেভিলের একটি গ্যাস স্টেশনে এই চারজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও।

এ পর্যন্ত রাজ্যের গারল্যান্ডে ৫, কোপেভিলে ২ এবং ব্লু রিজে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইলিস কাউন্টির ইমার্জেন্সি ম্যানেজার স্টিফেনি পার্কার বলেন, টর্নেডোর আঘাতে বিভিন্ন ঘর-বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে।

‘আমরা ধ্বংসপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত বাড়িতে আছি। জরুরি কোনো প্রয়োজন ছাড়া দয়া করে বাড়িতেই অবস্থান করুন,’ টুইট বার্তায় লিখেন তিনি।
 
এদিকে টর্নেডো আঘাত হানার পরপরই বিপদ সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। প্রায় একঘণ্টা প্লেন ওঠা-নামা বন্ধ ছিল রাজ্যের ড‍ালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫, আপডেট: ১২৪৭ ঘণ্টা
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।