ঢাকা: ২০১৫ সালে তুর্কি নিরাপত্তা বাহিনীর হাতে ৩ হাজার ১০০ জন কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক টেলিভিশন বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৫ সালে দেশে ও বিদেশে ৩ হাজার ১০০ বিদ্রোহীকে হত্যা করেছে আমাদের নিরাপত্তা বাহিনী। তুরস্কের পর্বত ও শহরগুলোর প্রতিটা ইঞ্চি সন্ত্রাস মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আর পিকেকে বিদ্রোহীদের দমন অভিযানে ২০১৫ সালে নিরাপত্তা বাহিনীর দুই শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে জানান এরদোগান। তবে এসব অভিযানে কত সংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছেন, সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
আরএইচ/