ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
তুরস্কের ইস্তাম্বুলে বিস্ফোরণ, নিহত ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র সুলতানাহমেত জেলায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।



মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের ঐতিহাসিক জেলা সুলতানাহমেত পর্যটন এলাকা হিসেবে পরিচিত।

তুর্কি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বোমা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নিহতদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দারা।

কেউ কেউ এও দাবি করছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স, পুলিশ ও অগ্নি নির্বাপক সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ পরিস্থিতিতে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু জরুরি বৈঠক ডেকেছেন বলে খবরে জানানো হয়েছে।  

এদিকে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে একজন নরওয়েজীয় এবং দুইজন জার্মান নাগরিক রয়েছেন।

এছাড়া ইস্তাম্বুলের পর্যটন এলাকার সংবাদ প্রচার না করতে নিষেধাজ্ঞা জারি করেছে তুর্কি সরকার।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬/আপডেট: ১৮২৩ ঘণ্টা
আরএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।