ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ইরানকে ধন্যবাদ জানালো যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক যুক্তরাষ্ট্রের ১০ নাবিককে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে ‍মার্কিন যুক্তরাষ্ট্র।

দ্রুত বিষয়টি সমাধান করায় বুধবার (১৩ জানুয়ারি) ইরানকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।



ওয়াশিংটন-তেহরান আলোচনার পর ইরানের ইসলামী  বিপ্লবী গার্ড দুপুরে ওই নাবিকদের ছেড়ে দেয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে, তাদের জলসীমায় প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্র ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করায় দেশটির ‍নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে এ খবর অস্বীকার করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা সামান্য একটা সমস্যা এবং দুঃখ প্রকাশের মতো বিষয় নয়।

মঙ্গলবার সন্ধ্যায় পারস্য উপসাগরের ফারসি দ্বীপের কাছে ইরানের জলসীমায় প্রবেশ করে দুটি মার্কিন নৌযান। পরে অনুপ্রবেশের দায়ে ১০ মার্কিন মেরিন সেনাকে আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের সদস্যরা। আটক নাবিকদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

** সেই ১০ মার্কিন নাবিককে মুক্তি দিল ইরান

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।