ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ.সুদানে জাতিসংঘ ঘাঁটিতে বন্দুকধারী হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
দ.সুদানে জাতিসংঘ ঘাঁটিতে বন্দুকধারী হামলায় নিহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৪০ জন।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, বুধবার (১৭) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটির মালাকাল শহরের উত্তরপূর্বাঞ্চলে এ হামলা চালায় বন্দুকধারীরা।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।