ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলস হামলায় ‘সন্দেহভাজন’ ৩ জনের ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ব্রাসেলস হামলায় ‘সন্দেহভাজন’ ৩ জনের ছবি প্রকাশ

ঢাকা: ব্রাসেলস হামলায় ‘সন্দেহভাজন’ ৩  জনের ছবি প্রকাশ করেছে বেলজিয়াম ফেডারেল পুলিশ। এই তিনজন যাভেনতাম বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে কতৃর্পক্ষ।


 
এছাড়া বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল থেকে একটি কালাশনিকভ (একে) রাইফেল উদ্ধার করা হয়েছে।
 
এদিকে, ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্স ও এসএন ব্রাসেলস এয়ারলাইন্সের চেক-ইন ডেস্ক সংলগ্ন বিস্ফোরণ দু’টি ঘটে।
 
পৃথক দু’টি ঘটনায় সবশেষ খবর পর্যন্ত ২৮ জন নিহত ও অধর্শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেডএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।