ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
শ্রীলঙ্কায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১

ঢাকা: শ্রীলঙ্কায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, বাস্তুহারা হয়ে পড়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ।

বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকার উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

শনিবার (২১ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের প্রাণহানির খবর দিচ্ছেন কর্মকর্তারা। একইসঙ্গে তারা বন্যাকবলিত এলাকার মানুষজনকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানীর নিম্নাঞ্চলের প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে আরও চার লাখ মানুষকে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আরও জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলম্বোর উত্তরাঞ্চলের কেলানী নদীর উপকূলীয় এলাকার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এ অবস্থায় জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরএইচএস/টিআই

***শ্রীলঙ্কায় বন্যায় ৬০ প্রাণহানি, বাস্তুহারা ২ লাখ মানুষ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।