ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ধূলি ঝড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ভারতে ধূলি ঝড়ে নিহত ৫

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে ধূলি ঝড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) থেকে মঙ্গলবার (২৪ মে) উত্তর প্রদেশের মিরাট, সামভাল, হরদেই, উন্নাও এবং কানপুরের উপর দিয়ে বয়ে যায় এই ধূলি ঝড়।

 

নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয় দেয়াল ধসে চাপা পড়ে। এছাড়া মিরাট জেলায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় একজনের। পাশাপাশি তীব্র বাতাসে রেললাইনের ওপর গাছ ভেঙ্গে পড়ায় রাজ্যে রেল যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।