ঢাকা: ভারতের অসমে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকার গঠন করলো।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে সর্বানন্দ শপথ নেন। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একধিক মন্ত্রী। আরও ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
সর্বানন্দের পরেই শপথ নেন হিমন্ত। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রাজ্যের অর্থমন্ত্রী হতে পারেন তিনি।
এদিকে, শপথের আগেই বাংলাদেশ নিয়ে মন্তব্য করে আলোচনায় চলে আসেন সর্বানন্দ। তিনি ঘোষণা দেন, আসামে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করা হবে।
আর আগামী দুই বছরের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আমরা ওই সময়সীমার মধ্যেই সীমান্ত বন্ধ করার কাজ সম্পন্ন করবো। যাতে কোনো রকম বাংলাদেশি অনুপ্রবেশ না ঘটতে পারে।
***বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে আসাম সীমান্ত বন্ধের ঘোষণা
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আইএ