ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩৫ সন্তানের জনক পাকিস্তানি বাবার লক্ষ্য ১০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুন ৩, ২০১৬
৩৫ সন্তানের জনক পাকিস্তানি বাবার লক্ষ্য ১০০ ছবি: সংগৃহীত

ঢাকা: তৃতীয় বিয়ে করেছেন। এই তিন বউয়ের ঘরে জন্ম দিয়েছেন ৩৫ সন্তানের।

এখন তিনি চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নতুন বউ মিলিয়ে চার বউয়ের ঘরে ১০০ সন্তান জন্ম দেওয়ার লক্ষ্য নিয়েছেন তিনি।

 

এই তিনি পাকিস্তানের সরদার জান মোহাম্মদ খিলজি (৪৬)। খিলজি বিশ্বাস করেন, যতসম্ভব সন্তান জন্ম দেওয়া ‘ইবাদত’।

এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করছে। একটি ফরাসি সংবাদমাধ্যম জানায়, লক্ষ্যমাত্রা পূরণে বর্তমান তিন স্ত্রীর সার্বিক সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন খিলজি। তারা সবাই মিলেমিশে বসবাস করছেন। তবে সেই স্ত্রীদের সঙ্গে কোনো সংবাদকর্মীকে কথা বলতে দেন না তিনি।

এ নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন মানবাধিকারকর্মীরা। তারা বলছেন, এতে নারী ও তাদের সন্তান উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন।

পাকিস্তানি পুরুষদের চারটি বিয়ে করার অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে তাদের প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।