ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে সরকারি অফিসে থাকবে না ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুন ৯, ২০১৬
সিঙ্গাপুরে সরকারি অফিসে থাকবে না ইন্টারনেট

ঢাকা: আগামী বছরের মে মাস থেকে সিঙ্গাপুরে সরকারি অফিসের কর্মকর্তাদের কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বুধবার (০৮ জুন) সিঙ্গাপুরের দৈনিক দ্য স্টেটসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।

নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে, সরকারি এ সিদ্ধান্তের ফলে দেশটির প্রায় এক লাখ কর্মকর্তার অফিসের কম্পি‌উটার ইন্টারনেট সংযোগহীন হবে।

তবে সরকারি কর্মকর্তারা চাইলে ব্যক্তিগত মোবাইল ফোন বা ট্যাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে সরকারি ই-মেইল ও সার্ভারে তারা প্রবেশ করতে পারবেন না।

অপরদিকে, নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকি কমাতে সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্তে দেশটির জনগণের একাংশ সম্মতি জানিয়েছে। তবে অপর অংশের মত এর মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দেশটি আরো পিছিয়ে যাবে।
 
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।